সোশ্যাল মিডিয়ায় এখন চলছে #10yearchallenge ট্রেন্ড। ফেসবুক ফিডজুড়ে শুধু ১০ বছরের ব্যবধানে কে কেমন দেখতে তার চর্চা চলছে।
২০১৯ সালের ছবির সঙ্গে পাশে নিজের ২০০৯ সালের ছবি যুক্ত করছেন তারা। ছবির ওপরে দিচ্ছেন #10yearchallenge.
ফেসবুকে চলমান সেই ট্রেন্ডে গা ভাসিয়েছে বর্তমান প্রজন্ম।
তবে শুধু বর্তমান প্রজন্ম বললে ভুলই বলা হবে। এই ট্রেন্ডে পড়ে অনেকেই ২০, ২৫ বা ৫০ বছর আগের ছবিও পোস্ট করে স্মৃতি রোমন্থন করছেন।
এবার যুগের সয়্গে তাল মিলিয়ে ২৮ বছর আগের একটি ছবি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করার পর তা ভাইরাল হয়ে পড়ে সারা বিশ্বে।
ইতিমধ্যে কেবল ইনস্টাগ্রামেই ৪৬ লক্ষ ‘লাইক’ পেয়েছে ছবিটি। টুইটারে ১৫ লক্ষ মানুষ দেখেছেন ছবিটিকে।
২৮ বছর আগে দেখতে কেমন ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় মুখর নেট জনতা।বারাক ওবামা তার স্ত্রী মিশেল ওবামার ৫৫তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে নিজেদের ২৮ বছরের পুরনো এই ছবি শেয়ার করেন।
ছবি ক্যাপশনে মিশেলের উদ্দেশ্যে বারাক ওবামা লিখেছেন, ‘আমি বহুকাল আগে থেকে এটা বিশ্বাস করি এবং আজকেও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তুমি অনন্য, মিশেল ওবামা। শুভ জন্মদিন! ’
জবাবে মিস্টি ভালোবাসা জানিয়েছেন মিশেল ওবামা। এই সুন্দর পোস্টের প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, ‘জন্মদিনে ভালোবাসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ – আমিও তোমাকে ভালোবাসি! ’
স্কাই নিউজ জানিয়েছে, ছবিটি ১৯৯১ সালে তোলা। মোম্বাসার কেনিয়ার শহরে এই ছবিটি তোলা হয়। একই বছরে মিশেলকে বিয়ে করেন বারাক ওবামা।
প্রসঙ্গত ডিসেম্বর মাসে গ্যালাপ পোলের একটি সমীক্ষায় জানা গিয়েছিল, মিশেল ওবামা আমেরিকার সবচেয়ে প্রশংসিত নারী।