মঙ্গলবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেল কম্পাউন্ডে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার রাজধানী নাইরোবির দুসিটডি২ হোটেলসহ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায় বন্দুকধারীরা।
ওই ঘটনায় আহত ২৮ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, কেনিয়ার রেড ক্রস শাখা জানিয়েছে, এখনও পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছে।
সোমালিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার নেপথ্যে ছিল। হামলার পর দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ১৯ ঘণ্টা নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে।
কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা জানিয়েছেন, এই অভিযানে পাঁচ ‘জিহাদী’ নিহত হয়েছে।