নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন ক্রটিপূর্ণ, একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। টিআইবি, বিএনপি ও জামায়াতের পক্ষে মনগড়া প্রতিবেদন দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন যে শান্তিপূর্ণ হয়েছে সে কথা টিআইবির প্রতিবেদনে নাই। এগুলোতে স্পষ্ট প্রমাণিত হচ্ছে একপেশে মনগড়া প্রতিবেদন তৈরি করেছে। এবং পরাজিত পক্ষকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য একটি প্রতিবেদন ছাড়া অন্য কিছু না।’
তিনি আরো বলেন, ‘বিএনপির জামায়াতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র অন্য কিছু না।’