সিডনিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডে-তে ভারতকে ২৮৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছে অস্ট্রেলিয়া। এদিন প্রথমে টসে হেরে বোলিং করে বিরাটবাহিনী।
দলের আট রানে ফিঞ্চকে বোল্ড করে প্রাথমিক ধাক্কাটা দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। এরপর ব্যক্তিগত ২৪ এবং দলীয় ৪১ রানে কুলদীপের শিকার হন প্রথমবার ওপেন করতে নামা উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে। তবে প্রাথমিক ধাক্কা সামলে দলনায়ক ফিঞ্চ ও ক্যারে দ্রুত ফিরে যাওয়ার পর অজি ইনিংসের হাল ধরেন উসমান খাজা এবং শন মার্শ। তৃতীয় উইকেটে এই দুই বাঁ-হাতি ব্যাটসম্যানের ৯২ রানের পার্টনারশিপ দারুণভাবে লড়াইয়ে ফিরিয়ে আনে অস্ট্রেলিয়াকে।
দলের অর্ধশতরান করেন দুই ব্যাটসম্যানই। এরপর পিটার হ্যান্ডসকম্বের ঝকঝকে ৭৩ এবং শেষদিকে মার্কাস স্টোইনিসের ঝোড়ো ব্যাটিং হোম টিমকে পৌঁছে দেয় রানের চূড়ায়। দুটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর এবং কুলদীপ। জাদেজার ঝুলিতে এসেছে একটি উইকেট।