ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাসে আজ দুপুর ১টার দিকে কালশীর সড়ক থেকে শ্রমিকরা সরে গেলে ওই এলাকার যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এর আগে বিভিন্ন দাবিতে আজ রাজধানী ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা চতুর্থ দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করে।
আজ বুধবার সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশী এলাকার রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। সাভার ও রাজধানীর দক্ষিণখান এলাকায়ও শ্রমিকদের বিক্ষোভ করেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সাভারে বিজিবি মোতায়েন করা হয়।
শ্রমিকরা জানিয়েছেন, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী মালিকপক্ষ বেতন দিচ্ছে না।
আজ বিক্ষোভ নিরসনে পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের প্রাপ্য মজুরি আদায়ে শ্রমিকদের সহযোগিতার আশ্বাস দেন। এর পর শ্রমিকরা বেলা ১টার দিকে সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।