সাফ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে আজ মাঠে নামছে আফগানিস্তান ও ভারত। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ যেখানে আফগানদের সামনে, সেখানে চার বছর পর শিরোপা পুনরুদ্ধার করতে চায় ‘দ্য ব্লু টাইগার্স’। কেরালার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
গত বারের হার এখনো ভুলতে পারেনি সুনীল ছেত্রীর ভারত। সেই খতে প্রলেপ দেবার সুযোগ এবার ব্লু টাইগারদের সামনে। হোম সয়েলের সুবিধা কাজে লাগিয়ে শিরোপা পুনরুদ্ধার করতে মরিয়া ছয়বারের চ্যাম্পিয়নরা।
নড়বড়ে রক্ষণ ভাগ নিয়ে হোম ওয়ার্ক বাড়াতে ব্যস্ত ভারত কোচ। ইনজুরির কারণে রবিন সিং বাদ পড়ায় কোচের চিন্তা আরো বেড়েছে। দলের সেরা তারকা সুনীল ছেত্রী-জেজে লালপেখলুয়াদের দিয়ে ঘাটতি পুষিয়ে দিতে চান স্টিফেন কনস্টেনটাইন।
শেষবার সাফ খেলছে আফগানিস্তান। শেষ আসরকে স্মরণীয় করতে চেষ্টার কমতি রাখবে না আফগানরা।
দলের বেশিরভাগ ফুটবলারই খেলেন ইউরোপে। টিম ওয়ার্ক, শারীরিক শক্তিমত্তার দিক দিয়ে অনেক এগিয়ে আফগানরা। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ১৬ ধাপ এগিয়ে পিটার সেগ্রেটের দল। আমানি-হাশেমি-শায়েস্তা কোচের ট্রাম কার্ড। মেগা ফাইনালে এ তারকারা সেরাটা দিতে পারলে শিরোপা নিয়ে বাড়ি ফিরতে পারবে চ্যাম্পিয়নরা।