শনিবার রাতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভয়াবহ সুনামির কবলে পড়ে ইন্দোনেশিয়া। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো ১৫শ মানুষ; নিখোঁজ রয়েছে অন্তত ১২৮ জন।
দেশটির দুযোর্গ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সুনামির দুটি বিশাল ঢেউ সুমাত্রা ও জাভা দ্বীপের উপকূলীয় শহরগুলোতে আঘাত হানে। এতে ধ্বংস হয়েছে ৭শ’র বেশি বাড়ি, ছোট ছোট দোকান, ভিলা এবং অনেক হোটেলও।
ইন্দোনেশিয়ান জিওফিজিক্যাল এজেন্সির (বিএমকেজি) ধারণা, ক্রাকাতাউ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণে এই সুনামির সৃষ্টি হয়েছে।