Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ

বগুড়ার আদমদীঘি উপজেলায় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী, ঢাকা ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সান্তাহার পৌঁতা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত ট্রেনটি সান্তাহার স্টেশন হয়ে পৌঁতা রেলগেট অতিক্রম করার পরপরই মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের দায়িত্বরতরা ঘটনা বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন। পরে সকাল ৯টার দিকে দুর্ঘটনাকবলিত বগিসহ চারটি বগি ঘটনাস্থলে রেখে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী, ঢাকা ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রেল কর্মকর্তাদের বরাত দিয়ে ওসি মনিরুল আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনও নিশ্চিত করে কেউ বলতে পারেন নি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top