নির্বাচনে নিরাপত্তার কথা চিন্তা করে আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। এই চার দিন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, নিরপত্তার কথা চিন্তা করে গত শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরির্দশক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, ‘জাহাজ চলাচল বন্ধ রাখার বিষয়টি প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে।’
সেন্টমার্টিন আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, ইতিমধ্যে প্রশসনের পক্ষ থেকে আমাদের এ খবর দেওয়া হয়েছে। মৌসুমে সামান্য ক্ষতি হলেও রাষ্ট্রীয় সুবিধার কথা মাথায় রেখে বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার। এটি ভালো উদ্যোগ।