ইন্দোনেশিয়ায় সুনামির কারণে এখন পর্যন্ত ১৬৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ৭৪৫ জন।
এই সুনামি স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা এবং পশ্চিমাঞ্চলীয় জাভা উপকূলে আঘাত হানে।
দেশটির জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির মুখপাত্র সুতপো পুরওয়া জানান, এখন পর্যন্ত ১৬৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৭৪৫ জন এবং নিখোঁজ রয়েছে অন্তত ৩০ জন।
জানা গেছে, প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসে শত শত বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। বহু গাছ উপড়ে গেছে। আগে থেকে সুনামি সতর্কতা জারি না করায় হতাহতের সংখ্যা বেড়ে গেছে; জনজীবনে বিপর্যয় নেমে এসেছে।