ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবারা মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের বাংলাদেশ। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। দিবা-রাত্রির এই ম্যাচ বাংলাদেশের জন্য ‘মাস্ট উইন’। কারণ সিলেটে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে বড় হেরে সিরিজে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। ওই ম্যাচে সফরকারী পেসারদের শর্ট বলের সামনে অসহায় হয়ে পড়েছিল তামিম-মুশফিক-সৌম্যরা।
সিরিজে ফিরতে বাংলাদেশ অনুপ্রেরণা নিচ্ছে উইন্ডিজের বিপক্ষ সর্বশেষ টি-টোয়ন্টি সিরিজ থেকে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে প্রথম ম্যাচ হারের পর দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। সৌম্য সরকার যেমন বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচ হেরেছিলাম। পরের দুই ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিলাম। এখানে প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছিলাম, যেমন শুরুতে কিছু উইকেট হারিয়ে ফেলা, তা যদি পরের ম্যাচে না হয় তাহলে আমরা ভালো করবো।’
একইসঙ্গে শর্ট বল নিয়ে দুঃশ্চিন্তা নেই বলে জানিয়েছেন সৌম্য, ‘চিন্তার কিছু নেই। ওরা শর্ট বল করেছিল, আমরা দৌড়ে মারতে গিয়েছি। এটা সাহসের ব্যাপার যে শর্ট বলেও জোরে মারতে গিয়েছি। পিছিয়ে আউট হলে হয়তো বলা যেত যে ভয়ে আউট হয়েছি। যদি বুদ্ধি খাটিয়ে, আরেকটু চালাক হয়ে প্লেস করার চেষ্টা করে খেলতাম, তাহলে ভালো হতো।’
বাংলাদেশের সমর্থকেরাও চান, হোম অব ক্রিকেটে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। উল্লেখ্য, গত আড়াই বছর ধরে এই মাঠে কোনো টি-টোয়েন্টি জিততে পারেনি টাইগাররা। আজই কি সেই জয় খরার ইতি ঘটবে?