আগামী ২১শে ডিসেম্বর শুক্রবার শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘অর্পিতা’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার।
২০১৬ সালের অক্টোবরে ছবিটির নির্মাণ শুরু হয়। দুই বছরেরও বেশি সময় পর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার গল্প এগিয়ে যায় মূলত অর্পিতা ও পূজা নামের দুটি চরিত্রকে কেন্দ্র করে। ঢাকার একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গল্পকে কেন্দ্র করে এ ছবির কাহিনী সাজানো হয়েছে। ছবির মূল চরিত্র ‘অর্পিতা’র ভূমিকায় অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। পূজা চরিত্রে অভিনয় করছেন অর্ষা।
ছবিটিতে আরও অভিনয় করেছেন তৌকির আহমেদ, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে। এটি শাহরিয়ার নাজিম জয় এর পরিচালিত দ্বিতীয় ছবি। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য নির্দেশনাও শাহরিয়ার নাজিম জয়ের। ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।
সিনেমার গল্প এগিয়ে যায় মূলত অর্পিতা ও পূজা নামের দুটি চরিত্রকে কেন্দ্র করে। ঢাকার একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গল্পকে কেন্দ্র করে এ ছবির কাহিনী সাজানো হয়েছে। ছবির মূল চরিত্র ‘অর্পিতা’র ভূমিকায় অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। পূজা চরিত্রে অভিনয় করছেন অর্ষা।
ছবিটিতে আরও অভিনয় করেছেন তৌকির আহমেদ, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে। এটি শাহরিয়ার নাজিম জয় এর পরিচালিত দ্বিতীয় ছবি। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য নির্দেশনাও শাহরিয়ার নাজিম জয়ের। ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।