Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

ভোটের ফলাফল প্রকাশে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ

নির্বাচন কমিশনকে (ইসি) বিব্রতকর পরিস্থিতির বাইরে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশনকে বিব্রতকর পরিস্থিতির বাইরে রাখতে নির্বাচনের তথ্য ও ফলাফল ব্যবস্থাপনা কাজে নিয়োজিতদের সতর্ক হয়ে সঠিক তথ্য দেওয়া নিশ্চিত করতে হবে।

আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ‘ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইমিএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএম) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সফটওয়ার’ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, কোনো ধরনের ভুল তথ্য প্রচারিত হলে তা সংঘাত সৃষ্টি করতে পারে। এতে মানুষের আস্থা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সবমিলিয়ে ভোটের ফলাফল প্রকাশে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

নির্বাচন কমিশনার বলেন, কথায় বলে-শেষ ভালো যার, সব ভালো তার। অর্থাৎ ভোটের ফলাফল ঘোষণাটাই হলো ভোটের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই আপনাদের এ দায়িত্বটি ভালোভাবে পালন করতে হবে। এজন্য আপডেটেড সফটওয়ার, যার মাধ্যমে ফলাফল পাওয়া যায় সে সম্পর্কে সবাইকে ভালো ধারণা রাখতে হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top