গত ২ অক্টোবর সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন করা হয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তাঁর শেষ কথা ছিল ‘আমি নিশ্বাস নিতে পারছি না’। এই সাংবাদিক হত্যার অডিওরেকর্ডের লিখিতরূপ (ট্রান্সক্রিপ্ট) পাঠ করা একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, খাশোগির হত্যাকাণ্ড অত্যন্ত ঠান্ডা মাথায় পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে; এ বিষয়ে সন্দেহই নেই। হত্যাকাণ্ডটি সম্পন্ন করতে একাধিক ফোনকল করা হয়েছিল।এ বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।
সিএনএন বলছে, তুরস্ক বিশ্বাস করে যে, রিয়াদের উচ্চপর্যায় থেকে ওই ফোনকলগুলো করা হয়েছিল। ওই অডিওরেকর্ডে মৃত্যুর সময় খাশোগির আর্তনাদ শোনা গেছে। এতে খাশোগিকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘আমার দম বন্ধ হয়ে যাচ্ছে…আমার ওপর থেকে এটি সরান।’