বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ন্যায্য দাবি বিবেচনায় অচিরেই বেতন বৈষম্য কমিটির সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তাই নতুন করে কর্মসূচি দেয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।প্রসঙ্গত, গত রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয় বন্ধের হুমকি দেন।তারা বলেন, চলতি মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি মানা না হলে ২ জানুয়ারি সব বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বন্ধ করে দেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষকদের দাবির বিষয়ে গত রোববার আমি অর্থসচিবের সঙ্গে কথা বলেছি। তাকে বেতন-বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক আয়োজন করতে বলেছি। তিনি এ বিষয়ে একমত হয়েছেন। বৈঠকে আলোচনা করে কীভাবে সমস্যা সমাধান করা যায় সেই উদ্যোগ আমরা নেব।
Share!