Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

রাত পোহালেই পৌর নির্বাচন

আজ রাত পোহালেই কাল ভোট। স্থানীয় সরকারে প্রথম দলীয় নির্বাচন। এবার চট্টগ্রামে ভোট হচ্ছে দশটি পৌরসভায়। যা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তায় থাকবে আইনশৃংখলা বাহিনীর চার হাজারের বেশি সদস্য।

যদিও ৯০ ভাগ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। প্রথমবারের মতো দলীয় নির্বাচন, তাই এবার তফসিল ঘোষণার পর থেকেই ভোটের হাওয়ায় মাতে চট্টগ্রামের পৌর এলাকাগুলো। ১৪টি পৌরসভা থাকলেও এবার চট্টগ্রামে ভোট হচ্ছে দশটিতে।

এরমধ্যে উত্তর চট্টগ্রামে ছয়টি, আর চারটি রয়েছে দক্ষিণ চট্টগ্রামে। এরমধ্যে সবগুলোই পুরনো পৌরসভা। এসব পৌরসভায় এবার মোট প্রার্থী রয়েছেন ৪৫৯ জন। এরমধ্যে মেয়র পদে দাড়িয়েছেন ৩২। তাতে আওয়ামীলীগ সবগুলো পৌরসভায় প্রার্থী দিলেও বিএনপি দিয়েছে নয়টিতে। আর ৩ টিতে দিয়েছে জাতীয়পার্টি। দশটি পৌরসভায় ১৩৩টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ৬১ হাজার ভোটার।

ভোট কেন্দ্রের মধ্যে ১৪৪টিই ঝুঁকিপূর্ণ। তাই এবার নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইনশৃংখলা বাহিনীর অন্তত ৪ হাজার সদস্য। সেইসাথে ভোটগ্রহনে থাকবেন প্রায় আড়াইহাজার কর্মকর্তা। ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেজন্য সব ধরনের প্রস্তুতির কথা বলছে প্রশাসন। ভোটকেন্দ্র এবং বাইরের পরিবেশ তদারকির জন্য দশটি পৌরসভায় দায়িত্ব পালন করবেন ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top