Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

রাজধানীতে চলছে পাঁচ দিন ব্যাপী ‘হেমন্ত মেলা

কারুশিল্পীদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে রাজধানীর বিসিক ভবনে চলছে পাঁচ দিন ব্যাপী ‘হেমন্ত মেলা। এতে প্রদর্শিত হচ্ছে নকশী কাথাঁ, জামদানি ও তাঁতের শাড়ি এবং পাটের হস্তশিল্পসহ দেশী সব পণ্য।

আয়োজকরা জানান, বিসিকের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়া উদ্যোক্তাদের তৈরি করা, বিভিন্ন পণ্যসামগ্রীর পরিচিতি ও বাজার সৃষ্টির মাধ্যমে সহায়তা প্রদান করাই, হেমন্ত মেলার প্রধান লক্ষ্য। বিসিক প্রাঙ্গনে চলছে ৫ দিনব্যাপী হেমন্ত মেলা। নকশীকাথাঁ, জামদানি ও তাঁতের শাড়ি, পাটের হস্তশিল্প, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত মধুসহ হস্ত ও কুটির শিল্পের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে এ মেলায়।

বিসিকের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন। জানান, মেলার মাধ্যমে নিজেদের পণ্য ক্রেতার সামনে তুলে ধরছেন। আশানুরূপ সাড়াও পাচ্ছেন তারা। দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে এ আয়োজনকে স্বাগত জানান ক্রেতা দর্শনার্থীরা।

ভিন্নধর্মী ও উন্নতমানের দেশীয় পণ্যের খোজেঁই এখানে আসছেন তারা। আয়োজকরা বলছেন, এধরণের প্রশিক্ষণের মাধ্যমে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়ছে তেমনি দেশের বাইরে মেলায় অংশ নিয়ে প্রশিক্ষণ গ্রহনকারীরা বৈদেশিক মুদ্রাও আয় করছেন। মেলায় বিভিন্ন ধরণের হস্ত ও কুটির শিল্প পণ্যের ৪৫ টি স্টল রয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top