ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়া উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস আবারও ডাক পেয়েছেন জাতীয় দলে। নিয়মিত উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের চোটের জন্যই তাকে নিয়ে আসা। তবে আজ পর্যন্তও মুশির চোটের যে অবস্থা, তাতে আগামীকাল তার খেলার সম্ভাবনা বেশি। কিন্তু যদি না খেলতে পারেন, তাই ড্যামেজ কন্ট্রোল হিসেবে লিটনকে বিসিএল খেলা বাদ দিয়ে জাতীয় দলে যোগ দিতে হয়েছে।
গতকাল অনুশীলনের সময় আঙুলে চোট পান মুশফিক। এক্সরে করে কোনো চিড় ধরা পড়েনি। কিন্তু ব্যথাটা থেকে গেছে। আজ ব্যথা কিছুটা কমায় সকালে শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাট হাতে ঘণ্টাখানেক নিজেকে ঝালিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। তার এই ব্যাটিং দলকে বেশ স্বস্তি দিয়েছে। এখনো পর্যন্ত দলের ভাবনাটা হচ্ছে, মুশফিক খেলবেন। কিন্তু তিনি শুধুই ব্যাটসম্যান খেলবেন নাকি উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে?
অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, ‘এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে মুশফিক ভাই খেলবেন এবং দুটিই করবেন।’
দলের ম্যানেজার আকরাম খানও একই কথা বলেছেন, ‘ওর ব্যথা অনেকটা কমেছে। কাল (শুক্রবার) সকালেও দেখা হবে ব্যথা কতটা কমে। সেটির ওপর নির্ভর করবে মুশফিক দুটিই করবে কি না।’
এই অনিশ্চয়তার কারণেই বিকল্প হিসেবে জরুরিভাবে ডেকে আনা হচ্ছে বগুড়ায় বিসিএল খেলতে যাওয়া লিটন দাসকে। সাকিব আরও বললেন, ‘বিকল্প হিসেবে রাখা হচ্ছে লিটনকে। যদি মুশফিক ভাইয়ের ব্যথাটা বাড়ে, ফোলা থাকে, কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের বিকল্প পরিকল্পনাটাও যেন থাকে। এ কারণেই লিটনকে আনা।’