নিজের ভূখণ্ডের মধ্যে অন্যের হয়ে ‘চাপিয়ে দেয়া যুদ্ধ’ আর করবে না পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন। সোমবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে এক সভায় এ মন্তব্য করেন তিনি।
ইমরান খান বলেছেন, অনেক রক্ত-ঘাম ঝরিয়ে দেশের ভেতরে চাপিয়ে দেয়া যুদ্ধ করেছি আমরা। এতে আমাদের আর্থ-সামাজিক বিন্যাস ভেঙে গেছে। পাকিস্তানের অভ্যন্তরে এ ধরনের যুদ্ধে আমরা নিজেদের জড়াবো না।
প্রসঙ্গত, ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর মার্কিন বাহিনী ও তার মিত্ররা আফগানিস্তানে আগ্রাসন চালায়। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এই যুদ্ধে জড়িয়ে যান। যুক্তরাষ্ট্রের কথিত ওই সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের দিকে ইঙ্গিত করেই এই মন্তব্য করেছেন ইমরান। সেসময় মার্কিন চাপের মুখে আফগান যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তান। যা নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন ইমরান। তখন তিনি বলেছিলেন, এটা পাকিস্তানের যুদ্ধ নয়।