ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির পুনঃভর্তি পরীক্ষার ফল করা হবে আজ সোমবার।
এদিন বিকাল ৫টায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) ফল প্রকাশ করা হবে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে ফের পরীক্ষা নেয়া হয়।
গত শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এক হাজার ৬১৫ আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর আগে ১২ অক্টোবর বেলা ১০টায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। টানা তৃতীয়বারের মতো ইউনিটটির ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।
সেদিন বেলা ১০টায় পরীক্ষা শুরুর আগে সকাল ৯টা ১৭ মিনিটে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়।
বেলা ১১টায় পরীক্ষা শেষ হলে হাতে লেখা ওই উত্তরপত্র যাচাই করে দেখা গেছে, সেখানে বাংলা অংশে ১৯টি, ইংরেজি অংশে ১৭টি, সাধারণ জ্ঞান অংশে ৩৬টিসহ ৭২টি প্রশ্নের হুবহু মিল রয়েছে।
‘ঘ’ ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এ তিনটি বিষয়ে ১০০টি প্রশ্ন থাকে। এ অবস্থায় পরীক্ষা বাতিল না করে ল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে তীব্র আন্দোলন ও সমালোচনার মুখে ২৩ অক্টোবর ডিনস কমিটির এক সভায় কেবল পাসকৃত শিক্ষার্থীদের নিয়ে নতুন করে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।