অনাস্থা ভোটের পর শ্রীলঙ্কায় এখন কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা নেই।বৃহস্পতিবার শ্রীলঙ্কার পার্লামেন্ট স্পিকার কারু জয়সুরিয়া এ মন্তব্য করেছেন।
গতকাল বুধবার স্পিকার কারু জয়সুরিয়ার উদ্যোগে ২২৫ সদস্যের পার্লামেন্টে রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। পার্লামেন্টের ১২২ জন সদস্যই রাজাপাকসের বিরুদ্ধে রায় দেন।
এদিকে, প্রধানমন্ত্রী রাজাপাকসের বিরুদ্ধে অনুষ্ঠিত ওই অনাস্থা ভোট মেনে নিতে রাজি নন প্রেসিডেন্ট মাইথ্রিপাল সিরিসেনা।
স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে সিরিসেনা জানিয়েছেন, সংবিধান ও পার্লামেন্টের রীতিনীতি উপেক্ষা করে পার্লামেন্টে ওই অনাস্থা ভোটের আয়োজন করা হয়েছে। তিনি এটি মেনে নেবেন না।