প্রথমবারের মতো পরমাণু প্রকল্প চালু করেছে সৌদি আরব।দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সোমবার একটি চুল্লির ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার কিং আব্দুল আজিজ ‘সিটি ফর সায়েন্স এন্ড টেকনোলজি’ সফরে গিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি মোট ৭টি প্রকল্পের উদ্বোধন করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো, পরমাণু গবেষণা চুল্লি ও বিমান শিল্প উন্নতকরণ প্রকল্প।
প্রসঙ্গত, ইরানের হুমকি মোকাবেলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে গত মার্চে পরমাণু অস্ত্র নির্মাণ কার্যক্রম শুরুর ঘোষণা দেন বিন সালমান।
Share!