ইতালিতে প্রবল ঝড় ও বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহব্যাপী দেশটিতে এই দুর্যোগ চলছে। এতে পর্যটন এলাকাসহ দেশব্যাপী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বন্যায় ভেনিসের প্রায় সকল রাস্তাঘাট তলিয়ে গেছে; ঝড়ে উপড়ে গেছে প্রায় দেড় কোটি গাছ। গত এক দশকের মধ্যে ভেনিসে এ রকম বন্যা দেখা যায়নি।
জানা গেছে, ইতালির সিসিলি দ্বীপে বন্যায় ১২ জন মারা গেছে। উপকূলীয় শহর কেস্টেলডাকিয়াতে তিনটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে; নিহত বাকিরা মধ্যবয়সী। এদের মধ্যে অনেকেই গাছ চাপায় নিহত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভেনিসের ১০০ কিলোমিটার উত্তরে বেলুনোর কাছে ঝড়ে কয়েক লাখ পাইন ও রেড স্প্রুস গাছ ভেঙে পড়েছে।