বর্ণিল আয়োজনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) ইংরেজি দৈনিক ডেইলি সানের অষ্টম বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানটির কার্যালয়ে এসে শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য শুভানুধ্যায়ী। মন্ত্রী-প্রতিমন্ত্রী থেকে শুরু করে কূটনীতিকসহ বিভিন্ন পেশাজীবীরাও শুভেচ্ছা জানাতে আসছেন ডেইলি সানের কার্যালয়ে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইডব্লিউএমজিএল ভবনে ডেইলি সানের কার্যালয়ে কেক কেটে আয়োজনের শুভ সূচনা করেন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও তার সহধর্মিনী সাবরিনা সোবহান। এসময় তাদের সঙ্গে ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজটোয়েন্টিফোর এবং রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বাংলানিউজের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশেদসহ ইডব্লিউএমজিএলভুক্ত সংবাদ-প্রতিষ্ঠানগুলোর জ্যেষ্ঠ সাংবাদিকরা। এছাড়া ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবাজারা ডি অলিভেরাসহ কয়েকটি দেশের কূটনীতিকরা।
ডেইলি সানের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিষ্ঠানটিকে শুভকামনা জানানোয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান উপস্থিত প্রতিমন্ত্রী, হাইকমিশনার, রাষ্ট্রদূতসহ সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ডেইলি সানের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি সত্যি আনন্দিত। আশা করি ডেইলি সান পরিবার সবসময় নীতি-নৈতিকতা মেনে সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়নে আরও এগিয়ে যাবে। সাংবাদিকতার ক্ষেত্রে নানা রকম উদ্ভাবনী প্রচেষ্টা চালিয়ে যাবে।শুভেচ্ছা বক্তব্য রাখছেন হাইকমিশনার শ্রিংলা, পাশে বসুন্ধরা গ্রুপ এমডি সায়েম সোবহানসহ অন্যরাহাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ডেইলি সান একটি মানসম্পন্ন পত্রিকা। প্রত্যেক দিন সকালে প্রথমেই আমি এই পত্রিকাটি পড়ি। তারপরে অন্য পত্রিকা। ডেইলি সান ব্যাপকভাবে ইতিবাচক কথা তুলে ধরে বলে আমি পত্রিকাটি পছন্দ করি।
ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের ইংরেজি দৈনিক ডেইলি সানকে একটি সফল ব্র্যান্ড হিসেবে গড়ে তোলায় প্রতিষ্ঠানের সম্পাদকসহ সবাইকে সাধুবাদ জানান ভারতীয় হাইকমিশনার।
এর আগে, মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ডেইলি সান কার্যালয়ে বর্ষপূর্তির কেক কাটেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান ও তার সহধর্মিনী সাবরিনা সোবহান।
আজ বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে বলে জানা গেছে।