Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে সাত হাজার

চলতি বছরের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মোট ৭ হাজার ৪৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে অন্তত ১৭ জন মারা গেছেন বলে পরিসংখ্যানে জানা গেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ- আইইডিসিআর)-এর গবেষণায় ডেঙ্গু জ্বরের এ তথ্য বেরিয়ে এসেছে। এর আগে ২০০২ সালে এক বছরে সর্বোচ্চ ৬ হাজার ২৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার দিক থেকে এ বছর নয় মাসেই অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে বিশেষজ্ঞরা বলছেন। আগের বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের ধরন ভিন্ন। এ কারণে তা নিয়ন্ত্রণ করাও কঠিন বলে মনে করছেন কর্মকর্তারা।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্তদের বেশির ভাগই শিশু। কারণ প্রাপ্ত বয়স্কদের তুলনায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top