৩০ ডিসেম্বরের মধ্যে গাবতলী ও আমিনবাজার এলাকার সব অবৈধ পার্কিং সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। একইসঙ্গে ওই দুই এলাকা যানজটমুক্ত করার কথাও জানান তিনি।বুধবার গাবতলী বাসটার্মিনাল ও আমিনবাজার ট্রাকটার্মিনাল ঘুরে তিনি এ কথা জানান।আনিসুল হক বলেন, গাবতলী বাসটার্মিনাল ও ট্রাকস্ট্যান্ডের সামনে কোনো যানবাহন রেখে যানজট তৈরি করা যাবে না।গাবতলী বাসটার্মিনাল শ্রমিক সমিতির আহ্বায়ক মফিজুল হক মেয়রের কাছে বাসটার্মিনালের জন্য জায়গা চাইলে আনিসুল বলেন, জায়গা দেয়ার মালিক তিনি নন। তবে বাসটার্মিনালের জন্য সে রকম কোনো জায়গা দেখাতে পারলে, তিনি সহযোগিতা করবেন।এদিকে বাস শ্রমিক সংগঠনের নেতারা আশ্বাস দেন, ২৯ ডিসেম্বরের মধ্যে তারা টার্মিনালের সামনের স্থান যানজটমুক্ত করবেন। ওই দিন এক সমাবেশের আয়োজনও করবেন তারা।১ জানুয়ারি থেকে ওই এলাকা যানজটমুক্ত করতে অভিযান চালাবেন বলে জানান মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ইমতিয়াজ আহমেদ।
Share!