অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়ে স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জয়লাভ করেছেন। একইসঙ্গে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ২০১৫ নির্বাচিত হয়েছেন তিনি। স্টিভ স্মিথ চতুর্থ অস্ট্রেলিয়ান এবং ১১তম বিশ্ব ক্রিকেটার হিসেবে গ্যারিফিল্ড সোবার্স পুরস্কার জয়লাভ করলেন। এর আগে এ পুরস্কার জয়লাভ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অদিনায়ক রিকি পন্টিং, সদ্য অবসর নেয়া মিচেল জনসন এবং মাইকেল ক্লার্ক।বুধবার আইসিসির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এবার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক ডি ভিলিয়ার্স। সেরা টি-টোয়েন্টি পারফর্মার হয়েছেন আরেক দক্ষিণ আফ্রিকার ডু প্লেসিস। এদিকে উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে দেয়া হয়েছে সেরা স্পিরিট অব ক্রিকেট পুরস্কার। সংযুক্ত আরব আমিরাতের খুররম খানকে সহযোগী দেশগুলোর মধ্যে সেরা নির্বাচিত করা হয়।এদিকে আইসিসি সেরা ওয়ানডে নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাগ ল্যানিং। টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্টইন্ডিজের স্টাফানি টেইলর।সেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন রিচার্ড কেটালবার্গ। টানা তৃতীয়বার তিনি এ পুরস্কার জয়লাভ করলেন।
Share!