চীনের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার প্রেসিডেন্টের বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।
ট্রাম্প জানিয়েছেন, চীন থেকে আমদানিকৃত ২৬ হাজার ৭শ’ কোটি ডলারের পণ্যের ওপর সংক্ষিপ্ত নোটিশে অতিরিক্ত কর আরোপ করা হবে।
এই ঘোষণা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের শুল্কনীতিমালার মূল টার্গেটে পরিণত হবে চীন। কিন্তু এই সিদ্ধান্তের কারণে আরো ঘোলাটে হবে কূটনৈতিক পরিস্থিতি। এর ফলে, বাড়বে বাণিজ্যযুদ্ধের পরিধিও।
শুল্ক আরোপের হুমকি কার্যকর হলে, চলতি বছর তৃতীয় দফায় চীনের ওপর শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। জুলাই মাসে ৩৪০ কোটি, আগস্টে ১৬০ কোটি ডলারের চীনা পণ্যের ওপর শুল্কারোপ করে ট্রাম্প প্রশাসন।