Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

দাপট দেখিয়ে আজ সেমিতে উঠতে চায় বাংলাদেশ

সাফ ফুটবলের মঞ্চে আজ বাংলাদেশের জন্য সেমিফাইনাল নিশ্চিত করার মিশন। প্রথম দুই ম্যাচে ভুটান এবং পাকিস্তানকে হারানো বাংলাদেশ আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি জিততে পারলে কিংবা ড্র করতে পারলেই সেমির টিকিট নিশ্চিত। তবে হেরে গেলে বিপদে পড়ে যেতে হবে। তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টয় শুরু হবে ম্যাচটি। এর অগে বিকেল ৪টায় ভুটানের বিপক্ষে লড়বে পাকিস্তান।

২০০৯ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের বাঁধা টপকে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর আরো তিনবার সাফে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এবার অন্তত গ্রুপ পর্বের বাধাঁ টপকে যাওয়াই আসল লক্ষ্য, এটি বলার অপেক্ষা রাখে না। ভুটানকে ২-০ গোলে হারিয়ে এবারের আসরে বাংলাদেশের যাত্রা শুরু হয়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারায় ১-০ গোলে। পয়েন্ট তালিকার শীর্ষে এখন জেমি ডের শিষ্যরা।

দুই ম্যাচে বাংলাদেশ গোল করেছে ৩টি। একটিও গোল খায়নি। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে লাল-সবুজের দল। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। হিমালয় কন্যার সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানের কারণে তিন নম্বর পজিশনে আছে পাকিস্তান। ভুটানের বিদায় নিশ্চিত হয়ে গেছে প্রায়। সমস্যাটা হলো, শীর্ষ তিন দলেরই একটি করে ম্যাচ বাকী আছে। হিসাবের মারপ্যাঁচে তিন দলেরই সেমিফাইনাল খেলার সুযোগও থাকছে!

শনিবার নেপাল যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, আর পাকিস্তান যদি ভুটানকে হারায় তবে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান ৬। সেক্ষেত্রে বিবেচনায় আসবে গোলের হিসাব। বাংলাদেশের গোল ব্যবধান +৩। ২ গোল খেলেও নেপালকে ৫ গোল দিয়ে সমান +৩ গোল ব্যবধান পাকিস্তানের। শনিবারের ম্যাচে যদি বাংলাদেশ হারে, এবং পরবর্তী ম্যাচে যদি পাকিস্তান জিতে যায়, তবে বাদ পড়ে যাবে বাংলাদেশ!

সুতরাং নেপালের বিপক্ষে হারের কোনো সুযোগ নেই বাংলাদেশের সামনে। জিততে হবে অথবা ড্র করে ১ পয়েন্ট সংগ্রহ করতে হবে। গত দুই ম্যাচে বাংলাদেশের যা পারফরমেন্স, তাতে জয়ের আশা করাটা এতটুকুও বাড়াবাড়ি নয়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top