সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
আজ বুধবার ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (ফেম্বোসা) এর নবম সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত আছেন।
এদিকে সম্মলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরি বলেন, সামনে একাদশ জাতীয় নির্বাচন। শক্তিশালী গণতন্ত্র চর্চায় আরপিও ও সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করতে বাংলাদেশের নির্বাচন কমিশন দায়বদ্ধ।
দুই দিনব্যাপী এ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের পর ১ম সাধারণ অধিবেশনে ফেমবোসার বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নিকট ফেমবোসার চেয়ারম্যানশিপ হস্তান্তর করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সাধারণ ও আটটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে।
এসব সেশনে অংশগ্রহণকারীরা নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করবেন। এতে সভাপতিত্ব করছেন ফেমবোসার বর্তমান চেয়ারম্যান ও আফগানিস্তানের নির্বাচন কমিশনের চেয়ারম্যান গুলাজান আবদুল বাদি সায়েদ।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে ২০১০ সালে ঢাকায় সার্ক দেশগুলোর নির্বাচন কমিশনের এক সম্মেলনের মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর নির্বাচন বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ফেমবোসার যাত্রা শুরু হয়। সম্মেলনে ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নির্বাচন কমিশন প্রতিনিধিরা অংশ নেন।
তবে নিজ দেশে নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় পাকিস্তান ও মালদ্বীপের নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেননি। তবে দেশ দুটির বাংলাদেশ কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা এতে অংশ নেন।