পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. আরিফুর রেহমান আলভি। তিনি ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রার্থী ছিলেন।দেশটির জাতীয় সংসদ, সংসদের উচ্চকক্ষ সিনেট ও চারটি প্রাদেশিক পরিষদে ভোটাভুটির ফল গণনা শেষে বেসরকারিভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়।
আরিফুর রেহমান ২১২ ভোট, জমিয়তে উলামায়ে ইসলামির ফজলুর রহমান ১৩১ ভোট এবং পাকিস্তান পিপলস পার্টির আইতজাজ আহসান ৮১ ভোট পেয়েছেন।
বেসরকারি ফলাফল ঘোষিত হওয়ার পর আরিফ আলভি দলের নেতা ও প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রসঙ্গত, আগামী ৮ সেপ্টেম্বর বর্তমান পাক প্রেসিডেন্ট মামনুন হুসেইনের মেয়াদ শেষ হতে যাচ্ছে।