ভয়াবহ আগুনে প্রায় ধ্বংস হয়ে গেছে ব্রাজিলের জাতীয় জাদুঘর। রিও ডি জেনেরিওর ওই জাদুঘরটিকে দেশটির সবচেয়ে প্রাচীন বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়।
জাদুঘরটিতে অন্তত দুই কোটি ধরনের পুরনো নিদর্শন সংরক্ষিত আছে। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন ভবনের ভেতর দাউ দাউ করে জ্বলা আগুন নিয়ন্ত্রণে আনতে। খবর বিবিসির।
একসময় পর্তুগিজ রাজপরিবার জাদুঘরটি এখন যে ভবনে অবস্থিত সেখানে বসবাস করত। সম্প্রতি এর ২০০ বর্ষপূর্তি পালন করা হয়েছে বেশ সাড়ম্বরেই।
ব্রাজিলের টেলিভিশনে বলা হচ্ছে- স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জাদুঘরের কার্যক্রম বন্ধ হওয়ার পর কোনোভাবে সেখানে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে।