Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

বিসিসিআই’র প্রশ্নের মুখে পড়তে পারেন শাস্ত্রী-কোহলি

ইংল্যান্ডে এবারের সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও, ওয়ানডে সিরিজে হেরে গিয়েছে ভারতীয় দল। টেস্ট সিরিজেও প্রথম দুটি ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে ভারত। আগামী শনিবার থেকে ট্রেন্টব্রিজে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। তার আগে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলিকে কিছু প্রশ্ন করতে পারে বিসিসিআই। ভারতের সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর জানা গেছে।

বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি, এমন অভিযোগ করতে পারবে না ভারতীয় দল। আমরা যখন দক্ষিণ আফ্রিকায় সিরিজ হেরেছিলাম, তখন ক্রিকেটাররা ক্রীড়াসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারা প্রস্তুতি ম্যাচ না খেলার ফলে অসুবিধা হওয়ার কথাও বলেছিলেন। এবার তাদের সঙ্গে কথা বলেই ঠিক হয়েছিল, টেস্ট সিরিজের আগে সাদা বলে ম্যাচের ব্যবস্থা করা হবে। সিনিয়র দলের অনুরোধেই একই সময়ে ভারতীয় এ দলেরও ইংল্যান্ড সফরের ব্যবস্থা করা হয়। সিনিয়র দলের দুই সদস্য (মুরালী বিজয় ও অজিঙ্কা রাহানে) এ দলের হয়ে খেলেন। যা চাওয়া হয়েছিল সবই দেওয়া হয়। এরপর প্রত্যাশিত ফল না পাওয়া গেলে বোর্ড প্রশ্ন করতেই পারে।

চলতি সিরিজের প্রথম তিনটি টেস্টের জন্য দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। তৃতীয় টেস্টের পরেই চতুর্থ ও পঞ্চম টেস্টের দল বেছে নেওয়া হবে। তার আগে মাঠের মতোই মাঠের বাইরেও চাপে শাস্ত্রী ও বিরাট। তারা এতদিন যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন, সেটা খর্ব করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

বিসিসিআই এর ওই কর্তা বলেন, ভুলে গেলে চলবে না, শাস্ত্রী ও এখন দলের সঙ্গে যুক্ত সাপোর্ট স্টাফদের আমলেই আমরা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হেরেছি। এখন ইংল্যান্ডেও আমরা হারের মুখে। আপনাদের যদি মনে থাকে, ডানকান ফ্লেচারের সহকারী জো ডাওয়েস (বোলিং কোচ) ও ট্রেভর পেনিকে (ফিল্ডিং কোচ) সরিয়ে দিয়েছিল বিসিসিআই। একদিনের সিরিজের আগে টিম ডিরেক্টর হন শাস্ত্রী। তার সহকারী হন সঞ্জয় বাঙ্গার, আর শ্রীধর ও ভরত অরুণ। তাদের সবার ভূমিকাই খতিয়ে দেখা হচ্ছে। বাঙ্গার চার বছর ধরে ব্যাটিং কোচ থাকার পরেও বিদেশ সফরে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যার কোনো সমাধান খুঁজে বার করতে পারেননি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top