স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারত বিভিন্ন সময় বাংলাদেশকে তথ্য দিয়ে সহায়তা করে। তাদের দেওয়া তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হয়। ভারতের গোয়েন্দা সংস্থা সন্দেহ করছে বিজয় দিবস ঘিরে বাংলাদেশে আত্মঘাতী বোমা হামলা হতে পারে। আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্বর্গ থেকে নরক চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, তবে এখনো পর্যন্ত আমাদের দেশের গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের কোনো বিষয়ে নিশ্চিত নয়। দেশে জেএমবি বা তথাকথিত জঙ্গীবাদী সংগঠন অস্তিত্ব আছে কি-না এটাও আমরা নিশ্চিত নই। তিনি বলেন, পাকিস্তান এখনও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে, আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী সজাগ আছে। বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং মানুষ সানন্দে বিজয়ের আনন্দ উপভোগ করবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, মাদক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হওয়ায় কঠোর আইন প্রয়োগ করেও মাদক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, মানুষকে সচেতন করতে না পারলে মনে হয় হেরে যাব। তবে আমরা হারতে চাই না। সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির চার মিনিটের একটি ট্রেলার দেখানো হয়।
অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক অরূপ রতন চৌধুরী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। এর মধ্যে ৮০ শতাংশই যুবক। তাদের মধ্যে আবার ৪৩ শতাংশই বেকার। ৫০ শতাংশ অপরাধের সঙ্গে জড়িত।
এখন আলো ঝলমল নগরীর প্রাণকেন্দ্র থেকে শুরু করে অন্ধকার গ্রামেও মাদকের বিচরণ। স্কুলের ছাত্রছাত্রীরাও মাদকাসক্ত হয়ে পড়ছে। তিনি আশা করেন, প্রত্যেক পরিবার চলচ্চিত্রটি দেখলে উপকৃত হবে। চলচ্চিত্রটির শুভমুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তথ্যসচিব মোরতোজা আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রকিবুর রহমান, মনোরোগ বিশেষজ্ঞ গোলাম রব্বানী ও চলচ্চিত্রটির নায়িকা নিপুণ।