Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

স্থলমাইন বিস্ফোরণ: মেঘালয়ে এনসিপি প্রার্থীসহ নিহত ৪

ভারতের মেঘালয় রাজ্যে স্থলমাইন বিস্ফোরণে ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) প্রার্থী জোনাথন এন সাংমাসহ অন্তত ৪ জনের প্রাণহানি ঘটেছে। নিহত বাকি ৩জনের মধ্যে দু’জন জোনাথনের দেহরক্ষী এবং একজন সমর্থক বলে জানা গেছে। রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নির্বাচনী প্রচারণা শেষে গাড়িবহর নিয়ে উইলিয়ামনগরে ফেরার পথে স্থলমাইন বিস্ফোরণে জোনাথনসহ চারজন নিহত হন। ম্যাজিস্ট্রেট রামকুমার এস জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই এনসিপির প্রার্থী জোনাথনসহ চারজনের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। এক টুইট বার্তায় তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জোনাথন সাংমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই বিস্ফোরণের পেছনে সন্ত্রাসীরা রয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে, নির্বাচনের আগে এমন বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয় রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top