বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ভর্তি পরীক্ষা কমিটি। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং (উইইখ) এর মাধ্যমে ভর্তি ও আনুষাঙ্গিক ফি ৫ হাজার ৩৩৪ টাকা প্রদান করা সাপেক্ষে মেধা তালিকা থেকে ১৭ ডিসেম্বর নবাগত শিক্ষার্থীদের ভর্তি করা হবে।বাকৃবিতে ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে ১২০০ জনের মেধাতালিকা এবং আরো ১২০০ জনকে অপেক্ষমাণ তালিকায় রেখে রোবার দুপুর দেড় ১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। মেধা তালিকা থেকে ফি প্রদান করা শিক্ষার্থীদের আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কাজ সম্পন্ন করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ২০ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে। পরে ২২ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের বাকৃবিতে এসে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে আগামী ২৩ ডিসেম্বর শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.bau.edu.bd) পাওয়া যাবে।
বাকৃবির অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Share!