Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

যেকোন সময়ের চেয়ে দেশের মানুষ নিরাপদে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেকোন সময়ের তুলনায় দেশের মানুষ বর্তমানে সবচেয়ে নিরাপদে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি।শনিবার সকাল ১০টায় ভোলা জেলার মনপুরায় ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ মন্তব্য করেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোন সময়ের চেয়ে দেশের জনগণ সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে। আমাদের (আওয়ামী লীগ) সরকার দেশের মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আছে। যে কোন সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের কোন ছাড় নয়, তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে।এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মনপুরায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়েছে। তিনি মনপুরা উপকূলে জলদস্যু নিয়ন্ত্রণে আধুনিক স্পীডবোর্ড ও আধুনিক পুলিশ ভ্যান দেয়ার প্রতিশ্রুতি দেন।সুধী সমাবেশে উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেিরবশ ও বন উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। গত ৪০ বছরে এই উপকূলে কোন উন্নয়ন হয়নি। এই সরকার ক্ষমতায় আসার পর নদী ভাঙন রোধ, রাস্তা-ঘাট পাকাকরণ, খাদ্য গুদাম, আধুনিক অডিটোরিয়াম, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, আধুনিক র্কোট ভবন নির্মাণ করা হয়েছে। আগামীতে এই উপকূলে কোন রাস্তা কাঁচা থাকবে না বলে অঙ্গীকার করেন উপমন্ত্রী জ্যাকব।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেচুর রহমান, ফায়ার সার্ভিসের পিডি মোঃ আতাউল হক , পুলিশের অতিরিক্ত ডিজি আকরাম হোসেন, কোস্ট গার্ডের ক্যাপ্টেন, জেলা এডিএম মোঃ আবদুল হালিম, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান, উপজেলা আ’লীগের সম্পাদক সহকারি অধ্যাপক একেএম শাহজাহান মিয়া প্রমূখ।অনুষ্ঠানে স¦রাষ্ট্রমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি ছেড়ে আ’লীগে যোগদান করেন আচিয়র রহমান, রবিউদ্দিন মাওলানা, মছিরউদ্দিন সর্দার ও মো সরোয়ার।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top