নারীদের টি-২০ বিশ্বকাপের বাছাইয়ে পাপুয়া নিউগিনিকে ৪১ রানে হারিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেল বাংলাদেশের নারীরা। মঙ্গলবার সকালে ব্যাংককে এশিয়ান ইন্সটিটিউট অব টেকনলোজি মাঠে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাপুয়া নিউগিনির অধিনায়ক।ব্যাট করতে নেমে ফারজানার দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ফারজানা। এছাড়া নিগার ১৪ রান করেন। রিতু ১৩ এবং জাহানারা ১০ রান করে অপরাজিত থাকলে ১০০ রানের টোটাল সংগ্রহ করে ফারজানারা।১০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খাদিজাতুল কুবরা এবং রুমানার বোলিং তাণ্ডবে মাত্র ৫৯ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করে অপরাজিত থাকেন ফ্রাঙ্ক।বাংলাদেশের পক্ষে খাদিজাতুল কুবরা ১১ রানে নেন ৫ উইকেট। এছাড়া রুমানা ১৩ রানে নেন ৩ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হন খাদিজা।এর আগে প্রথম দুই ম্যাচে থাইল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশের প্রমীলারা।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ
Share!