দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক হোমিও চিকিৎসক আহত হয়েছেন। কী কারণে কারা তাকে গুলি করেছে তা জানাতে পারেনি পুলিশ। রানীরবন্দর এলাকায় সোমবার রাতে ওই ঘটনায় আহত ধীরেন্দ্র নাথ রায়কে (৬৮) গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধীরেন্দ্র নাথ চিরিরবন্দরের নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের মৃত যোগেন্দ্র নাথ রায়ের ছেলে। রানীরবন্দর বাজারে তার চিকিৎসা চেম্বার রয়েছে।
চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান বলেন, রাত সাড়ে ১১টার দিকে ধীরেন্দ্র নাথ রায় বাইসাইকেলে রানীরবন্দর বাজার থেকে বাড়ি ফেরার পথে রানীপুর ইছামতি কলেজসংলগ্ন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার পাঁজরের নিচে গুলি লেগেছে। তবে কারা তাকে হত্যার চেষ্টা করেছে তা জানা যায়নি বলে জানান ওসি।