সীমান্তের সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মৈত্রী শোভাযাত্রা গতকাল রোববার ঢাকায় পৌঁছানোর পর সোমবার আঞ্চলিক যোগাযোগ অবকাঠামো নিয়ে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের প্রতিনিধিদের সঙ্গে এক সেমিনার আয়োজন করা হয়। সকালে সেই সেমিনারে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।ওবায়দুল বলেন, ভারতের সঙ্গে দীর্ঘ ৬৮ বছরের সন্দেহ, অবিশ্বাস দূর করে সীমান্ত চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমরা নতুন পথে যাত্রা শুরু করলাম। এতে হয়তো শুরুতে কিছু সমস্যা থাকবে। কিন্তু সমস্যা সমাধান করেই আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে।সম্প্রীতির বার্তা ফেরি করে বেড়ানো চার দেশের ফ্রেন্ডশিপ মোটর র্যালি সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোববার ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল এই চার দেশের মধ্যে সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ১৪ নভেম্বর ভারতের ওডিশার ভুবনেশ্বর থেকে ২০টি গাড়ির মৈত্রী মোটর শোভাযাত্রার পথচলা শুরু হয়।
সীমান্তের সব সমস্যার সমাধান হবে
Share!