গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছে এক হাজার ২৯৮ জন। এ নিয়ে চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৮৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তেরর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে পাঁচজনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া অন্যজন চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরের।
তথ্য অনুযায়ী, চলতি বছরে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৫ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।
Share!