প্রধান উপদেষ্টার কাছে ২৩ দফা প্রস্তাব পেশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেছেন, দেশের জনগণের স্বার্থে প্রয়োজনীয় বিষয়গুলোই এই প্রস্তাবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা, প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে।’
বিকাল সাড়ে ৩টায় অলি আহমদের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় প্রবেশ করে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এবং প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার।
Share!