বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলা বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে ভিজিডি কর্মসূচী আওতাধীন চাল বিতরন করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারী ২০২৩) উপজেলার ১২ নং ঝিকরা ইউনিয়ন কার্যালয়ে সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) আওতাধীন যাচাই বাছাইয়ের পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম কার্ড ধারী ১৪৩ জন মহিলার মধ্যে চাল বিতরন করেন।
ঝিকরা ইউনিয়নে মোট ভিজিডি কার্ড ধারীর সংখ্যা ১৪৩ জন।এর মধ্যে ১৪৩ জনের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে।মোট চাল দেয়া হয়েছে ৪২৯০ কেজি। অনুপস্থিত কেউ ছিলেন না।
কার্ডধারী মধ্যঝিনা গ্রামের মোছাঃ বেবি আকতার বলেন, ১ মাসের জন্য ৩০ কেজি করে চাল পেয়ে খুবই খুশি।আমরা পরিবার নিয়ে খেরে পরে বাঁঁচতে পারব।আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।
ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও বর্তমান সহ- সভাপতি ও১২ নং ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, গরীব দু মানুষের সরকার।গরীব দুখী মানুষের জন্য সারা দেশে লক্ষ লক্ষ ভিজিডি কার্ড করে দিয়েছেন।যাতে কোন গরীব দুখী না খেয়ে কষ্ট না করেন।
চাল বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন,ঝিকরা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার কৃষি উপ-সহকারী মাহামুুুুদুল হাছান, ইউপি সহকারী সচিব মোঃ মানিক মাহমুুদ, ইউপি সদস্য মোঃ পরেশ উল্ল্যা, মোঃ মকলেছুর রহমান ,মোঃ আঃ রহিম মন্ডল, মোঃ মোবারক হোসেন মুুঞ্জু,মোঃ আঃ জব্বার চৌবদার, কায়েম ফৌজদার, ইয়াহিয়া আল- মামুুন,মহিলা সদস্য নাছিমা বিবি, শান্তি বিবি, মোরশেদা বিবি, খয়রুল আলম শেখ, মোঃ মোস্তাফিজুর রহমান,মোঃ শাহার আলী, মিলন সহ- এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম- পুলিশ উপস্তিত ছিলেন।
বাগমারা ঝিকরায় ভিজিডি কর্মসূচী আওতাধীন চাল বিতরণ
Share!