শুরু হয়ে গেল পঞ্চদশ আইপিএলের গ্র্যান্ড ফাইনাল। মুখোমুখি রাজস্থান রয়্যালস আর গুজরাট টাইটান্স। আইপিএলের অভিষেক আসরেই হার্দিক পান্ডিয়ার দল গুজরাট ফাইনালে উঠে গেছে। আর রাজস্থান ফাইনালে উঠেছে ১৪ বছর পর।
আজ আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছে রাজস্থান রয়্যালস।
প্রথমবার আইপিএলে খেলা গুজরাট টাইটান্স শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছিল। রাজস্থান রয়্যালসও ছিল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। মজার ব্যাপার হলো, এই রাজস্থানকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়েই ফাইনালে উঠেছে গুজরাট। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাঙ্গালোরকে উড়িয়ে দিয়ে রাজস্থান ফাইনাল নিশ্চিত করে। এবারের আসরে মুখোমুখি হওয়া দুই ম্যাচেই গুজরাটের কাছে হেরেছে রাজস্থান।
লিগ পর্বে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ৫২ বলের ৮৭ রানে ইনিংসে ১৯২ রান করেছিল গুজরাট। রান তাড়ায় জস বাটলারের ২৪ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংস ম্লান করে ১৫৫ রানেই থেমে যায় রাজস্থান। আর প্রথম কোয়ালিয়ায়ারে বাটলারের ৫৬ বলে ৮৯ রানে ভর করে ১৮৮ রান করেছিল রাজস্থান। কিন্তু ‘কিলার’ মিলারের ৩৬ বলে ৬৮* রানের তাণ্ডবে ৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় গুজরাট। আজও কি সেই দুই ম্যাচের পুনরাবৃত্তি হবে?