বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা থানায় ওপেন হাউজ ডে-২০২২ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১১ টায় বাগমারা থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, বিপি এম (বার)। এছাড়া আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অলক কুমার বিশ্বাস, রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুুুুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুুল মালেক মন্ডল, সহ- (বাগমারা থানা) এবং থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ও সি) মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে বাগমারা উপজেলার দুইটি পৌরসভার মেয়র ও ১৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য, মহিলা সদস্য, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ সুপারের সম্মুখে উপস্থাপন করেন। অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত রাজশাহী পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বাগমারা উপজেলা বাসী যাতে সুন্দর, বসবাস যোগ্য ও নিরাপত্তার সাথে জনগণ বসবাস করতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। প্রতি বছরে বাগমারা থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করে যার অভিযোগ ও মতামত উপস্থাপনের জন্য আহবান জানান।