ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত শহর দিনিপ্রোর বিমানবন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরটি পুরোপুরি অচল হয়ে গেছে।
দিনিপ্রো শহরের আঞ্চলিক রাজ্য প্রশাসনের প্রধান ভেলেন্টাইন রেজনিচেনকো বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান রাতে রুশ সেনারা এ হামলা চালায়।
এ ব্যাপারে রাজ্য প্রশাসনের প্রধান ভেলেন্টাইন রেজনিচেনকো বলেন, রাতের বেলায় শত্রুরা দিনিপ্রো বিমানবন্দরে হামলা চালিয়েছে। দুটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত করে। রানওয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।বন্দরের টার্মিনাল ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক বড় ক্ষতি।
রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলা করে। ওই সময় তাদের নজর ছিল রাজধানী কিয়েভে ও পশ্চিম দিকে অবস্থিত শহরগুলোতে। ফলে পূর্বে দিকে থাকা শহরগুলোতে কোনো হামলায় চালানো হয়নি।
কিন্তু গত কয়েকদিন ধরে সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা।
পোল্যান্ড সীমান্তঘেষা লভিভ শহরের একটি বিমানঘাঁটিতে হামলা চালায় রাশিয়া। সেই ঘাঁটিতে বিদেশী সৈন্যরা ছিল বলে দাবি রাশিয়ার।
ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে বিদেশী নাগরিকরা পূর্ব দিকে জড়ো হচ্ছেন এবং পশ্চিমারা অস্ত্র মোতায়েন করছে এ কারণে এখন পূর্ব দিকেও হামলা চালাচ্ছে রুশ সেনারা।