বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের কালিগঞ্জ বাজারে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ৯ ফেব্রুয়ারী ২০২২ বুধবার বিকাল ৩ টার সময় উপজেলার কালিগঞ্জ বাজারে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি।
উক্ত অনুষ্টানে ঝিকরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারমান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আঃ মালেক মন্ডল, মেয়র ভবানীগঞ্জ পৌরসভা। প্রধান আলোচক জনাব মোহাম্মেদ মাহাবুর হোসেন-ভি পি এন্ড রেজিওনাল হেড-ডাচ-বাংলা বাংক, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফুল ইসলাম-এরিয়া ম্যানেজার ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং-রাজশাহী। জনাব এস এম আশরাফুল ইসলাম-এরিয়া ম্যানেজার ডাচ-বাংলা ব্যাংক, এজেন্ট ব্যাংকিং-রাজশাহী। এসময় আরো উপস্তিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফসার আলী মোল্লা, মোঃ হাবিবুর রহমান, মোঃ খয়রুল আলম শেখ, মধ্যঝিনা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ মোঃ মতিন প্রামানিক, মাওলানা মোঃ মমিনুল ইসলাম (মছির) মোঃ রুবেল হক সহ- এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।
কালিগঞ্জ বাজার ডাচ বাংলা ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন করেন জনাব মোঃ মোহাম্মেদ মাহাবুর হোসেন, ভি পি এন্ড রেজিওনাল হেড-ডাচ-বাংলা ব্যাংক-রাজশাহী। মেসার্স রুহি এন্টার প্রাইজ এই শাখার এজেন্ট মোঃ মামনুর রশিদ মামুন বলেন, কালিগঞ্জ বাসীর অর্থনৈতিক কর্মকাণ্ড সহজভাবে পরিচালনার জন্য উপজেলা ঝিকরা ইউনিয়নের কালিগঞ্জ বাজারের তিন রাস্তা মোড়ের দক্ষিণে রাস্তার পাশে ডাচ-বাংলার ব্যাংকিং সুবিধা গুলো হলো-,,, সঞ্চয় ,,, A T M কার্ড ফ্রি,,, ডি,পি,এস,,, বিল/ফি প্রদান,,, এফ,ডি,আর,,, ঋণ প্রদান,,, রেমিটেন্স প্রদান,,। সঞ্চয়ী ও চলতি হিসাবে বাৎসরিক চার্জ ফ্রি পাওয়া যাবে।