ইসরাইলি সরকারের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেছেন এক ফিলিস্তিনের মন্ত্রী। ইহুদিবাদী দেশটির শীর্ষ কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিডের সঙ্গে রোববার বৈঠক করেন ফিলিস্তিনের সিভিল অ্যাফেয়ার মন্ত্রী হুসেইন আল-শেখ।
ফিলিস্তিনের ওই মন্ত্রী পরে টুইটারে এ বৈঠক নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। খবর আরব নিউজের।
ফিলিস্তিনের মন্ত্রী হুসেইন আল-শেখ বলেন, আজ (রোববার) সন্ধ্যায় আমি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিডের সঙ্গে বৈঠক করেছি। এতে রাজনৈতিক ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠক নিয়ে মুখ খোলেননি সাংবাদিকদের কাছে।
এর আগে পশ্চিমতীরে গত বছরের ডিসেম্বরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ।
গত জুনে ইসরাইলের নতুন সরকার গঠিত হওয়ার পর ওই বৈঠকটি ছিল ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
২০১০ সালের পর এই প্রথম ফিলিস্তিন সফরে যান কোনো ইসরাইলি মন্ত্রী।