Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

পত্নীতলায় মানবাধিকার দিবস পালিত।

পত্নীতলায় মানবাধিকার দিবস পালিত।

জামিল আহাম্মেদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় “হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও ” এই স্লোগানে শুক্রবার ১০ এ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

সকাল ১১টায় পত্নীতলা প্রাণকেন্দ্র নজিপুর শহরের নৌকা চত্বরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ও আইন সহায়তা কেন্দ্র (আসক) এর ব্যানারে এক মানববন্ধন ও মাস্ক বিতরণী অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ও মানবাধীকার কর্মী রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য পেশ করেন ইন্টারন্যাশনাল হিউমান রাইটস কমিশন বাংলাদেশ শাখার বিশেষ সমন্বয়কারী ও আইন সহায়তা কেন্দ্র (আসক) এর রাজশাহী সহকারী বিভাগীয় পরিচালক রুবাইত হাসান। তিনি বলেন , নারী অধিকার নয় ,সরকারকে মানবাধিকার রক্ষায় ও প্রতিষ্ঠায় জোর দিতে হবে। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়্যারম্যান আব্দুল আহাদ,নজিপুর সদরের ইউপি চেয়্যারম্যান সাদেক উদ্দীন ,আসকের বাঁকরইল আঞ্চলিক শাখার সভাপতি মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পারগনা (ক্ষুদ্র নৃ গোষ্ঠী) সাংগঠনিক সম্পাদক লুইস মর্মু , সাংবাদিক মাহমুদুন্নবী ,মানবাধিকার কর্মী কাজী শাওন, জামিল আহাম্মেদ,নূর আলম শেখ স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম কর্মী প্রমুখ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top