সুদানে অন্তর্বর্তী সরকারের মন্ত্রীদের গ্রেফতার করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে সোমবার (২৫ অক্টোবর) আন্দোলনে নামে সাধারণ জনতা। আন্দোলনকারী জনতার ওপর সেনাবাহিনী গুলি চালালে সাতজন নিহত হয়। এ ঘটনায় আরও ১৪০ জন আহত হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসি ও রয়টার্সের।
সোমবার প্রথম প্রহরে দেশটির সশস্ত্র বাহিনী সরকারের মন্ত্রী ও সরকার সমর্থক রাজনৈতিক নেতাদের গ্রেফতার শুরু করে। পরে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হলে প্রতিবাদকারীরা রাস্তায় নেমে আসেন।
রাজধানী খার্তুমে সৈন্যরা বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বিক্ষোভকারীদের গ্রেফতার করছে বলে খবর এসেছে।
অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এ পরিস্থিতির জন্য রাজনৈতিক কোন্দলকে দায়ী করেছেন।
আন্তর্জাতিক সম্প্রদায় এ অভ্যুত্থানের নিন্দা করেছে, যুক্তরাষ্ট্র ৭০ কোটি ডলারের একটি ত্রাণ সহায়তা স্থগিত করেছে।